রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

0
38

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ দারোগা পাড়া এলাকায় ২০ লিটার চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রামগড় পৌরসভার দারোগা পাড়ার মৃত হোসেন আহম্মদের ছেলে আবু বক্কর (৪০), একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৬), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়ার বাসিন্ধা মৃত মন্টু মিয়ার ছেলে মো. রাসেল (২৫) ও একই এলাকার মৃত ওহিদুর রহমানের সন্তান ছেলে মনির আহমদ (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহসিন মস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সগনের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ দারোগা পাড়া ম্রাসানাই এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ মঙ্গলবার খাগড়াছড়ির আদালতে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে