মোহাম্মদ শাহেদ হোসেন
রানা,রামগড়(খাগড়াছড়ি)
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিক্ষুক মুক্ত রামগড় উপজেলা গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে এককালীন অনুদান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের আওতায় ১জনকে নগদ অর্থ ও তিনজনের মাঝে তিনটি গাভী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
এ সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনার মধ্যে দিয়ে আরো উপস্থিত ছিলেন, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, সমবায় কর্মকর্তা দিদারুল আলম সহ শহর সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।