রামগড়ে করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, ১২ হাজার টাকা জরিমানা

0
25

সাহেদ হোসেন রানা, নিজস্ব প্রতিবেদকঃ-

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় কয়েকটি করাতকলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযানটি পরিচালনার সময় লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা এবং করাতকলে ক্রয়কৃত ও বিক্রিত কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ না করায় করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক কাজী স’মিল, কাসেম স’মিল, ফয়েজ স’মিল এবং ভুইয়া স’মিল – এই ৪ টি করাতকলের মালিককে মোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে