চট্টগ্রাম বন্দরের মাস্টার অপারেটর ও তার স্ত্রীর সম্পদের হিসাব তলব

0
28
ছবি। সংগৃহিত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাস্টার অপারেটর (যান্ত্রিক বিভাগ) মো. আজম খান ও তার স্ত্রী নাছিমা আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের অনুসন্ধানে অঢেল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদ সই করা নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস, আজম খান নিজের ও তার স্ত্রী নাছিমা আক্তার জ্ঞাত আয় বহির্ভূতভাবে স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ধারা-২৬ এর উপ-ধারায় (২) তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে